বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস - ২০২০
টেনিস এককের সোনা ইমনের, দ্বৈতে রঞ্জন রাম-দিপু লাল জুটির
প্রকাশিত: ২০:১৯ ৮ এপ্রিল ২০২১ আপডেট: ২০:২০ ৮ এপ্রিল ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ টেনিস এককে সোনা জিতেছেন রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলাম। রুপা জিতেছেন মাদারীপুরের রুবেল হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকার বিপ্লব।
ছেলেদের দ্বৈত ইভেন্টে সোনা জিতেছেন দিপু লাল-রঞ্জন রাম জুটি। রুপা জিতেছেন আনোয়ার হোসেন-অমল রায় জুটি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ফরহাদ-রোমান জুটি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে একক ফাইনালে ইমন ইসলাম ৬-৩, ৭-৫ সেটে মাদারীপুরের রুবেল হোসেনকে হারিয়েছেন। স্থান নির্ধারনী ম্যাচে ঢাকার গুলশান ক্লাবের বিপ্লব ৬-৪, ৬-৩ সেটে জাতীয় টেনিস কমপ্লেক্সের কাওছার আলীকে হারিয়েছেন।
ছেলেদের দ্বৈতের ফাইনালে ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাম ও নর্ডিক ক্লাবের দিপু লাল জুটি ৭-৫, ৬-২ সেটে ঢাকা ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় ও জাতীয় টেনিস কমপ্লেক্সের জুয়েল রানা জুটিকে হারিয়েছেন।
এ ইভেন্টের স্থান নির্ধারনী ম্যাচে বিকেএসপির ফরহাদ ও রোমান জুটি ৬-৪, ৬-১ সেটে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের রুমন ও টিংকু জুটিকে পরাজিত করে।
৭ এপ্রিল বুধবার মিক্সড ডাবলসে সোনা জিতেছে রঞ্জন রাম-আফ্রানা ইসলাম প্রীতি জুটি। এ ইভেন্টে রুপা জিতেছে অমল রায়-সুস্মিতা সেন জুটি। ব্রোঞ্জ পদক পেয়েছেন রোমান-সুবর্ণা জুটি।
তার আগে মেয়েদের এককে সোনা জিতেছেন বিকেএসপির জেরিন সুলতানা জলি। রুপা জিতেছেন ঝালকাঠির সুস্মিতা সেন। ব্রোঞ্জ পদক জিতেছেন বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি। নারী দ্বৈত ইভেন্টে সোনা জিতেছে বিকেএসপির ঈশিতা আফরোজ-জেরিন সুলতানা জলি জুটি। রুপা জিতেছে বিকেএসপির রিনভী-সুবর্ণা জুটি। ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপির মাসুদা-সাদিয়া জুটি।
ডেইলি বাংলাদেশ/আরএস/এএল