বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
উদ্বোধনী ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেল সালমার দল
প্রকাশিত: ১৭:৫৭ ৬ মার্চ ২০২১

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের প্রথম ম্যাচে লাল দলের বিপক্ষে বড় জয় পেয়েছে নীল দল। ফারিহা ইসলাম তৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ের পর দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল দল। তৃষ্ণার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটির ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ লাল দল গুটিয়ে যায় মাত্র ৬৩ রানে।
লাল দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেছে জিন্নাত আছিয়া অর্থি। এছাড়া রুবিয়া হায়দার ঝিলিক করেছেন ১০ রান। নীল দলের হয়ে মাত্র ১৪ রান খরচায় একাই ৬ উইকেট নিয়েছেন তৃষ্ণা। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন সালমা, একটি করে উইকেট শিকার করেছেন সোবহানা মোস্তারি ও পেসার জাহানারা আলম।
মাত্র ৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দেখে খেলতে থাকেন নীল দলের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। কোনো উইকেট না হারিয়ে ১৫.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সালমার দল। ১০ উইকেটের বড় জয়ের ম্যাচে ৩১ রানে শামীমা ও ২৫ রানে মুর্শিদা অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ লাল দল: ৬৩/১০ (ওভার ২৮.১) (অর্থি ২১, ঝিলিক ১০, তৃষ্ণা ৬/১৪, সালমা ২/১৪, সোবহানা ১/৮)
বাংলাদেশ নীল দল: ৬৪/০ (ওভার ১৫.৫) (শামীমা ৩১*, মুর্শিদা ২৫*)
ডেইলি বাংলাদেশ/এএল