বার্নলির জালে টটেনহ্যামের গোল উৎসব
প্রকাশিত: ১৬:১৫ ১ মার্চ ২০২১

ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) গ্যারেথ বেলের জোড়া গোলে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার। বার্নলিকে তারা ঘরের মাঠে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে। প্রতিপক্ষকে এক প্রকার নাস্তানাবুদ করেছে তারা।
রোববার গোল উৎসবের শুরুটা করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ম্যাচের মাত্র ২ মিনিটে সন হিউং মিনের অ্যাসিস্টে বার্নলির জালে বল জড়ান তিনি। কিছুক্ষণ পরই লিড দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের ভূমিকায় ছিলেন বেল।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করেন স্পার্স মিডফিল্ডার লুকাস মৌরা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে টটেনহাম। ৫৫ মিনিটে আরো একবার বার্নলির জাল কাঁপান বেল। তবে বাকী সময়ে আর কোনো গোল হজম করেনি দলটি।
এরপর আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পার্সরা। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি হোসে মরিনিওর শিষ্যরা। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্যাম হটস্পার।
লিগে ২৫ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আছে টটেনহ্যাম। এক ম্যাচ বেশি খেলা বার্নলি সাতটি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে।
ডেইলি বাংলাদেশ/এএল