ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে টাইগার উডস
প্রকাশিত: ০৩:১৪ ২৪ ফেব্রুয়ারি ২০২১

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে টাইগার উডস; ছবি: সংগৃহীত
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গলফ সুপারস্টার টাইগার উডস। মঙ্গলবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ১৫ বারের গল্ফ মাস্টার্স চ্যাম্পিয়ন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, ৪৫ বছর বয়সী এই তারকা নিজেই তার গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর দমকলকর্মী এবং প্যারামেডিকসের একটি দল গাড়ি কেটে তাকে বের করে আনে। একটি টুর্নামেন্টের অতিথি হিসেবে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন টাইগার উডস।
এই বিষয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, গাড়িটির বড়ো ক্ষতির সম্মুখীন হয়েছে। উডসলে গাড় কেটে বের করে আনা হয়। পরে তাকে হাসপাতালে পাঠনো হয়।
উডসের অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ।
২০০৯ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনা কারণে উডসের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তিনি গল্ফ থেকে বিরতি নেন। তিনি খুব অল্প সময়ের মধ্যেই ফিরে মাঠে ফিরেছিলেন। তবে ২০১৩ সালে পাঁচটি শিরোপা জয়ের পরে, দীর্ঘস্থায়ী ব্যথা এবং একাধিক অস্ত্রোপচারের কারণে উডস পরবর্তী চার বছরে মাত্র ২৪ টি ইভেন্টে অংশ নিয়েছিলেন।
মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০১৭ সালে পুলিশের হাতে গ্রেফতার হন উডস।
ডেইলি বাংলাদেশ/SA