রানের খাতা খোলার আগেই ফিরলেন লিটন
প্রকাশিত: ১১:৪০ ২৫ জানুয়ারি ২০২১ আপডেট: ১২:১০ ২৫ জানুয়ারি ২০২১

লিটন দাস
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। এর ফলে রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ আজ নামবে আগে ব্যাট করতে। ব্যাট হাতে শুরুতেই আউট হয়েছেন লিটন দাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে এক উইকেট হারিয়ে ১ রান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি সকাল সাড়ে ১১টায় শুরু হয়। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন।
প্রথম ওভারের পঞ্চম বলে আলঝারি জোসেফের বলে লেগ বিফোরের শিকার হন লিটন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। ক্রিজে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধু ২০০৯ সালের সফরে।
সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর এবার তামিমদের সামনে একই সাফল্যের হাতছানি।
ডেইলি বাংলাদেশ/এএল