অতিথি পাখিদের খাবার দিয়ে তদন্তের মুখে ধাওয়ান
প্রকাশিত: ১৫:৫১ ২৪ জানুয়ারি ২০২১

অতিথি পাখিদের খাবার খাওয়াচ্ছেন শিখর ধাওয়ান
ফুরফুরে মেজাজে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ান । তবে এ সময় কাটাতে গিয়েই তিনি এক বিপাকে পড়েছেন। শনিবার ইনস্টাগ্রামে তার পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি অতিথি পাখিদের খাবার খাওয়াচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেনারসে বেড়াতে গিয়েছিলেন শিখর। সেখানেই তিনি নৌকা বিহার করেন। ভোরবেলায় গঙ্গায় নৌকা বিহারের সময় নিজে হাতে অতিথি পাখিদের শস্যদানা খেতে দেন।
গত কয়েকদিন ধরেই ভারতের একাধিক রাজ্যে বার্ড ফ্লুর সতর্কতা জারি করা হয়েছে। একাধিক রাজ্যে অতিথি পাখিদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তাই বেনারসের জেলা প্রশাসন থেকে অতিথি পাখিদের খাবার দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
বেনারসের জেলাশাসক কৌশল রাজ শর্মা জানিয়েছেন, শিখর ধাওয়ান এবং সেই নৌকার মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তদন্ত শেষ হলে শিখর ধাওয়ানের সমস্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেনারসে গঙ্গা আরতিতে অংশ নিয়েছিলেন শিখর। এরপর তিনি বাবা বিশ্বনাথের দর্শনও করেন। ভ্রমণ স্মৃতি হিসেবে মাথায় হলুদ-চন্দন লাগিয়ে ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভারতীয় দলের ওপেনার।
ডেইলি বাংলাদেশ/আরএস