আত্মঘাতী গোলে আর্সেনালের বিদায়
প্রকাশিত: ১৩:১৭ ২৪ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট এফ এ কাপের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়ল আর্সেনাল। দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে চতুর্থ রাউন্ড থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিতে হলো।
ইংলিশ এফ এ কাপের সবশেষ আসরে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার পঞ্চম রাউন্ড নিশ্চিতের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে খেলতে নেমেছিল গানাররা।
সেন্ট ম্যারি স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের মাথায় আর্সেনালের গোলমুখে বল শট নেন সাউদাম্পটনের ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার পিটার্স। বলটি গ্যাব্রিয়েলের পায়ে লেগে দিক পরিবর্তন করে আর্সেনালের জালে জড়িয়ে যায়।
পিছিয়ে পড়ার পর মাইকেল আর্তেতার দল ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করে যায়। তবে কাঙ্ক্ষিত গোলের আর দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে লন্ডনের দলটিকে। একইসঙ্গে বিদায় নেয় এফএ কাপ থেকেও। অন্যদিকে পঞ্চম রাউন্ডে উত্তীর্ণ হয় সাউদাম্পটন।
ডেইলি বাংলাদেশ/এএল