শুরুতেই মুস্তাফিজের আঘাত
প্রকাশিত: ১২:২০ ২২ জানুয়ারি ২০২১

শুরুতেই মুস্তাফিজের আঘাত
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতিয় ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আরো একজনের অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। অর্থাৎ অপরিবর্তিত দল নিয়েই নেমেছে বাংলাদেশ। এ ম্যাচের শুরুতেয় সফরাকারীদের ওপর আঘাত হানলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বলে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।
সিরিজ বাঁচাতে মাঠে নামেন সুনিল অ্যামব্রিস ও জর্ন ওটলে। তবে ইনিংস বড় করতে পারেনি উইন্ডিজ ওপেনিং জুটি। দলীয় ১০ রানে মুস্তাফিজের বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে জুটি ভাঙেন সুনিল অ্যামব্রিস(৬)।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে অভিষিক্ত ছিলেন ছয়জন। দ্বিতীয় ম্যাচে সেই ছয়ের একজন ডানহাতি পেসার চামার হোল্ডারকে বাদ দিয়ে ওপেনিং ব্যাটসম্যান ও লেগব্রেক বোলার জর্ন ওটলে’কে দলে নিয়েছে ক্যারিবীয়রা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী ওটলের।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের। বুধবারের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। আজকের ম্যাচেও তার ওপর আস্থা রেখেছে সিরিজে ১-০’তে এগিয়ে থাকা বাংলাদেশ।
ডেইলি বাংলাদেশ/আরএস