‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে বাংলাদেশের সমর্থন
প্রকাশিত: ১৩:১৬ ২০ জানুয়ারি ২০২১ আপডেট: ১৫:০৯ ২০ জানুয়ারি ২০২১

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে বাংলাদেশের সমর্থন
দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। দেশের মাটিতেও লম্বা বিরতির পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এ ম্যাচেই বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে শামিল হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে এক হাত ওপরে তুলে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। যা নিজেদের সবশেষ দুই সিরিজেই নিয়মিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
গতবছর ২৫ মে থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে।
ম্যাচ শুরুর আগে ছোট্ট পরিসরে মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিও উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার অংশ হিসেবে দুই দলের অধিনায়ককে মাঝে রেখে ওড়ানো হয় বেলুন, প্রেসিডেন্টস বক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ারস, আকেল হোসেন, রেয়মন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।
ডেইলি বাংলাদেশ/আরএস