ব্রাজিলিয়ানের গোলে কিংসের জয়
প্রকাশিত: ১৯:০৯ ১৯ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটি ২-১ গোলে জিতেছে কিংস।
ম্যাচের তিন গোলের তিনটিই করেছেন বিদেশিরা। দুটি করেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভা। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের হয়ে একটি গোল শোধ করেন আইভরি কোস্টের ডিফেন্ডার ল্যান্সিন টোরে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিপিএল ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি হয়েছে দুর্দান্ত। সর্বশেষ লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং নতুন দল পুলিশের ম্যাচটিতে মূলত পার্থক্য গড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান রবসন সিলভা। তার দুটি দর্শনীয় গোলের মাধ্যমে পূর্ণ পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১৬ মিনিটে গোল করে বসুন্ধরা কিংসকে প্রথমেই এগিয়ে দেন রবসন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ৪২ মিনিটে কিরগিজস্তানের আহমেদভের ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন হেডে পুলিশকে সমতায় ফেরান আইভরি কোস্টের টোরে।
অবশ্য ম্যাচ খুব বেশি সময় সমতায় থাকেনি। অতিরিক্ত সময়ে দর্শণীয় এক গোলে আবারো কিংসকে এগিয়ে দেন রবসন। বক্সের মাথা থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে এই ফরোয়ার্ড যেভাবে বল জালে পাঠিয়েছেন তা পুলিশের গোলরক্ষকের ঠেকানোর কোন সাধ্য ছিল না।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর পুলিশ নিজেদের আরো গুছিয়ে নিয়ে প্রাধান্য নিয়েই খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি তারা। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন এমএস বাবলু। বক্সের মধ্যে বল পেলেও বল পায়ের সংযোগই ঘটাতে পারেনি তিনি।
পুলিশের গোল করতে না পারার ব্যর্থতায় বসুন্ধরা কিংস পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চ্যাম্পিয়নরা। অন্য দিকে পুলিশের এটি টানা দ্বিতীয় হার।
ডেইলি বাংলাদেশ/এএল