মারা গেছেন সাকিব আল হাসানের দাদি
ক্রীড়া প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৩৬ ১৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:২৫ ১৪ জানুয়ারি ২০২১

সাকিব আল হাসানের দাদি মারা গেছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রেবেকা নাহারের বয়স হয়েছিল ৮৭ বছর।
বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
মেহেদি হাসান উজ্জ্বল জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার।
সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।
ডেইলি বাংলাদেশ/এনকে/আরএস