চলতি মাসেই কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়ামের উদ্বোধন
প্রকাশিত: ১৬:৪০ ৩ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৬:৪৩ ৩ ডিসেম্বর ২০২০

আল রাইয়ান স্টেডিয়াম
কাতার বিশ্বকাপ নিয়ে ফুটবলভক্তদের জল্পনা-কল্পনা ও আগ্রহের শেষ নেই। মরুর দেশে বিশ্বকাপের আয়োজন কেমন হবে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে সবাই। এরই মধ্যে তৈরি হয়ে গেছে মেগা এই ইভেন্টের চতুর্থ স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধন করা হবে এটি।
কাতার বিশ্বকাপের জন্য নির্মিত চতুর্থ এই স্টেডিয়ামের নাম আল রাইয়ান স্টেডিয়াম। জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর এই স্টেডিয়ামের উদ্বোধন করা হতে পারে।
২০২২ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ঠিক দুই বছর আগে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। বিশ্বকাপ ভেন্যুর পাশাপাশি এটি হতে যাচ্ছে কাতার স্টার্স লিগের অন্যতম সেরা দল আল রাইয়ান স্পোর্টস ক্লাবের নতুন ঠিকানা।
আগামী বিশ্বকাপের জন্য এরই মধ্যে তিনটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করেছে কাতার। এগুলো হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল, আল জানোব ও এডুকেশন সিটি স্টেডিয়াম।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও একই তারিখে অনুষ্ঠিত হবে।
ডেইলি বাংলাদেশ/এএল