লিটন ঝড়ে চট্টগ্রামের বড় সংগ্রহ
প্রকাশিত: ২০:১১ ২ ডিসেম্বর ২০২০ আপডেট: ২০:১৪ ২ ডিসেম্বর ২০২০

লিটন দাস
বঙ্গবন্ধু টি-২০ কাপে দশম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এ ম্যাচে প্রথমে ব্যাট করে লিটন দাসের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগোতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।
দলীয় ৬২ রানে সৌম্য আউট হলে ক্রিজে আসেন মিঠুন। এর আগে ৩৪ রান করেন সৌম্য। মিঠুন ফেরেন ১১ রানে। শামসুর রহমানও ১ রানের বেশি করতে পারেননি। এর মাঝে এক প্রান্ত ধরে রাখার পাশাপাশি উইকেটের চারদিকে বাহারি সব শটে ফিফটি তুলে নেন লিটন দাস।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন লিটন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে আউট হওয়ার আগে সৈকত করেন ৪২ রান।
রাজশাহীর হয়ে তিনটি উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া একটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও আনিসুল ইসলাম ইমন।
ডেইলি বাংলাদেশ/এএল