পাকিস্তানের অধিনায়ক ধোনি!
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:১৭ ২৯ নভেম্বর ২০২০

মহেন্দ্র সিং ধোনি
বর্তমানের সব থেকে জনপ্রিয় সাইট গুগল। কোন কিছু জানতে খুঁজতে হলেই যার সাহায্য নেয়া হয় সে ই গুগল। তবে মাঝে মধ্যে গুগল ও সবাইকে ভরকে দেয়। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের নাম গুগলে সার্চ করে জানা গেল বিস্ময়কর তথ্য। গুগল বলছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!
রোববার সকাল থেকেই এমন তথ্যই দিয়েছে গুগল। পাকিস্তানের অধিনায়ক সার্চ দিলেই ফলাফল দেখাচ্ছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির নাম। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও অনেকবার গুগল ভুল তথ্য দিয়েছে। তবে গুগলের এমন উদ্ভট কাণ্ড দেখে রীতিমতো অবাক ইন্টারনেট ব্যবহারকারীরা।
পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাবর আজম। এই মুহূর্তে পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএস