পোলার্ড ঝড়ে উইন্ডিজের বড় সংগ্রহ
প্রকাশিত: ১৫:০৪ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ১৭:৪০ ২৭ নভেম্বর ২০২০

কিয়েরন পোলার্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক রানের মাঝে পাঁচ উইকেট হারালেও অধিনায়ক কিয়েরন পোলার্ডের ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৮০ রান।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ব্র্যান্ডন কিং। মাত্র ৩ ওভারেই ৫৮ রান যোগ করেন তারা দুজন।
তবে এরপরই ব্যাটিং ধ্বসে পড়ে উইন্ডিজ শিবির। ৫৮ থেকে ৫৯ অর্থাৎ মাত্র এক রানের মাঝে পাঁচ উইকেট হারায় তারা।
এমতাবস্থায় ফাবিয়েন অ্যালেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন পোলার্ড। মাঝে বৃষ্টি বাঁধায় খেলার দৈর্ঘ্য কমে আসে ১৬ ওভারে। বৃষ্টি থামলেও থামেনি পোলার্ড ঝড়। তার ৩৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে পাহাড়সম সংগ্রহ পায় ক্যারিবীয়রা। এই ইনিংস খেলার পথে আটটি ছক্কা হাঁকান এই ব্যাটিং দানব।
নিউজিল্যান্ডের হয়ে একাই পাঁচ উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। বাকি দুই উইকেট নিয়েছেন সাউদি। ডি/এল মেথডে কিউইদের লক্ষ্য ১৭৬ রান।
ডেইলি বাংলাদেশ/এএল