ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া
প্রকাশিত: ১৩:৫১ ২৭ নভেম্বর ২০২০

স্টিভ স্মিথ ও অ্যারন ফিঞ্চ
তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। অজি ব্যাটসম্যানদের তাণ্ডবে বিপর্যস্ত বিরাট কোহলির দল। অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭৪ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলপতির সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১৫৬ রান।
মোহাম্মদ শামীর বলে ৬৯ রানে ওয়ার্নার ফিরলে মাঠে নামেন স্মিথ। এরপর দুজনে মিলে একপ্রকার ঝড় বইয়ে দেন ভারতীয় বোলারদের ওপর। ১২৪ বলে ১১৪ করে বুমরাহর বলে সাজঘরে ফেরেন ফিঞ্চ। অন্যদিকে আক্রমণাত্মক স্মিথ সেঞ্চুরি পূরন করেন মাত্র ৬২ বলে। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ১০৫ রান।
এর আগে মাত্র ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৩৭৪ রানে থামে স্বাগতিকরা।
ভারতের হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া বুমরাহ, নভদীপ সাইনি ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেছেন।
ডেইলি বাংলাদেশ/এএল