পাঁচ ব্যাটসম্যান ‘শূন্য’, ঢাকার সংগ্রহ ৮৮
প্রকাশিত: ২০:০৮ ২৬ নভেম্বর ২০২০ আপডেট: ২০:১২ ২৬ নভেম্বর ২০২০

ফাইল ছবি
বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটসম্যানরা। ২২ বল বাকি থাকতেই মাত্র ৮৮ রানে গুটিয়ে গেছে তারা। দলটির পাঁচজন ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিথুন। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাঈম। মাত্র ২ রান করে আউট হন তামিম। তার জায়গায় নেমে একেরপর এক ডট দিতে থাকেন সাব্বির।
টানা নয়টি বল ডট দিয়ে শেষ পর্যন্ত দশম বলে সাজঘরে ফেরেন সাব্বির। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে শূন্য সংখ্যা। ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ। রানের খাতা খোলার আগে মুখোমুখি প্রথম বলে আউট হয়েছেন তিনি।
এরপর নাঈম ও আকবর আলী মিলে ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। তবে ব্যক্তিগত ১৫ রানে আকবর ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকা। মাত্র ২৩ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাঈম। আকবর ছাড়া দুই অংকের ঘরে রান করতে পেরেছেন শুধু মুক্তার আলী (১২)। সাব্বির ও মুশফিক ছাড়া ডাক মেরেছেন আবু হায়দার রবি ও রুবেল হোসেন। এছাড়া শূন্য রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান রানা।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
ডেইলি বাংলাদেশ/এএল