জয়ে আসর শুরুর লক্ষ্যে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
ক্রীড়া প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:৩৩ ২৬ নভেম্বর ২০২০

ছবি: বিসিবি
বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। মুশফিকের দলের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিথুন।
বঙ্গবন্ধু টি-২০ কাপে বেক্সিমকো ঢাকার শুরুটা আশানুরূপ হয়নি। রাজশাহীর বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হেরে গিয়ে আসর শুরু করেছে তারা। ফলে এ ম্যাচ জিততে মরিয়া থাকবে দলটি।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা চট্টগ্রামের লক্ষ্য শুরুটা ভালো করা। তরুণদের নিয়ে বেশ ভালো দল গড়েছে তারা। এ ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী মিথুন।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। এক ম্যাচ জিতে তার পরই আছে খুলনা। ঢাকার অবস্থান তিনে।
ডেইলি বাংলাদেশ/এএল