করোনায় আক্রান্ত পাকিস্তানের ৬ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:২০ ২৬ নভেম্বর ২০২০

পাকিস্তান ক্রিকেট দল
নিউজিল্যান্ড সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ১৮ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে তিনটি টি-২০ এবং দু’টি টেস্ট খেলবে পাকিস্তান। সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট স্কোয়াডের ৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে ক্রাইস্টচার্চে আইসোলেশনের রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
কিউই ক্রিকেট বোর্ড আরো জানিয়েছে, সেই ৬ সদস্যকে দল থেকে পৃথক করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনের সাময়িক সময় কেটে গেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তারা।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ৫৩ জনের সফরকারী দলের সদস্যরা ২৪ নভেম্বর পৌঁছায় এবং তাদের মধ্যে পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া যায়।
কিউই ক্রিকেট বোর্ড জানায়, করোনা আক্রান্ত ঐ সদস্যরা সবাই লাহোর ত্যাগের সময় চারবার করোনা নেগেটিভ হয়েছিলেন।
ডেইলি বাংলাদেশ/আরএস