‘রিং’কে বিদায় বললেন আন্ডারটেকার
প্রকাশিত: ১৭:৩৮ ২৪ নভেম্বর ২০২০

ডেড ম্যান খ্যাত দ্যা আন্ডারটেকার
দীর্ঘ ৩০ বছর ধরে রেসলিংয়ে রিংয়ে দাঁপিয়ে বেরিয়েঠছেন। মেরে তক্তা বানিয়েছেন অনেক নামী রেসলারকে। অবশেষে দর্শকদের কাঁদিয়ে ৩০ বছরের রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মার্ক ডব্লিউ ক্লাওয়ে। রেসলিং রিংয়ে তিনি ডেড ম্যান খ্যাত দ্যা আন্ডারটেকার নমেই বহুল পরিচিত। খবর বিবিসি।
রোববার ডব্লিউডব্লিউই এর সারভাইভার সিরিজের মঞ্চে জমকালো ক্যারিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার।
এ সময় তিনি বলেন,দীর্ঘ ৩০ বছর ধরে ধীরে ধীরে এই রিংয়ে হেঁটেছি। বারবার অন্যদের বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এবার আমার সময় শেষ হয়েছে। আন্ডারটেকারকে এবার শান্তিতে বিশ্রাম দেয়ার সুযোগ করে দিতে হবে।
ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এই রেসলার ডব্লিউডব্লিউই সেরার শিরোপা জিতেছেন বহুবার। ২০০৭ সালে রয়্যাল রাম্বল জিতেছিলেন তিনি।
অবসরের কারণ হিসেবে কিংবদন্তি এই রেসলার জানান, তার মনে হয়েছে রিংয়ে নিজের শতভাগ দেয়া হয়ে গেছে। সেজন্যই অবসরে যাওয়ার সিদ্ধান্ত।
আন্ডারটেকার বলেন,এখনও রেসলিংয়ের প্রতি ভালোবাসাটা আছে। শরীর অনুমতি দিলে সারা জীবনই রিংয়ে নামতে রাজি। কিন্তু মনে হয় না এখন আর সেই চেনা আন্ডারটেকারের ছন্দে খেলতে পারব। তাই সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।
তার সঙ্গেই যেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের একটা বিরাট অধ্যায় শেষ হলো। আন্ডারটেকারের বিদায় বেলায় তাকে বিশেষ সম্মান জানিয়েছেন ম্যাকমোহন। হাজির ছিলেন বিগ শো, জেফ হার্ডি, গডফাদার, রিকিশি, ট্রিপল এইচ, কেনসহ আরো অনেক তারকা।
ডেইলি বাংলাদেশ/আরএস