ফেরার ম্যাচে ব্যর্থতা উপহার দিলেন আশরাফুল
প্রকাশিত: ১৪:২২ ২৪ নভেম্বর ২০২০ আপডেট: ১৪:২৪ ২৪ নভেম্বর ২০২০

মোহাম্মদ আশরাফুল
সফলভাবে বিসিবি প্রেসিডেন্টস কাপ সম্পন্ন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর লড়াই দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করছে রাজশাহী। শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৭ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও ইমন। দুজনেই বেশ ঝড়ো সূচনা এনে দেন।
ব্যক্তিগত ১৭ রানে শান্ত ফিরলে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। এরপর রনি তালুকদার ও আশরাফুল কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। সাজঘরে ফেরার আগে তাদের সংগ্রহ ছিল যথাক্রমে ৬ ও ৫ রান। এক প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া ইমন ফেরেন ৩৫ রানে। খাতা খোলার আগেই রান আউট হয়েছেন ফজলে মাহমুদ।
ঢাকার হয়ে দুটি উইকেট শিকার করেছেন মুক্তার আলী। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও নাঈম হাসান। নুরুল হাসান সোহান ও মাহেদি হাসান মিলে এখন ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
ডেইলি বাংলাদেশ/এএল