ফিওরেন্টিনায় যোগ দিচ্ছেন সাবেক চেলসি বস সারি!
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২১ ২০ অক্টোবর ২০২০

মারিজিও সারি -ফাইল ফটো
ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার কোচের দায়িত্ব নিতে পারেন চেলসির সাবেক বস মারিজিও সারি। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে এ কথা বলা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম ক্যালসিও মার্কাটোর রিপোর্টে বলা হয়, লা ভায়োলা অদূর ভবিষ্যতে যদি গুইসেপ্পে লাচিনির পরিবর্তন ঘটালে প্রথম পছন্দের তালিকায় রয়েছেন সারি।
চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলর ম্যাচে লিওর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার কারণে জুভেন্টাস থেকে বরখাস্ত হয়েছেন সারি। এরপর থেকে তিনি বেকার সময় পার করছেন।
ডেইলি বাংলাদেশ/আরএস
English HighlightsREAD MORE »