মহাসড়কে ঝড় তুললো এক ঝাঁক মশা
প্রকাশিত: ১৯:১৯ ২৭ ফেব্রুয়ারি ২০২১

ভিডিও থেকে সংগৃহীত
মহাসড়কে হঠাৎ ধেয়ে আসছে টর্নেডো। তবে দেখতে টর্নেডোর মতো হলেও সেখানে আসলে ঝড় তুলেছিল এক ঝাঁক মশা।
সম্প্রতি আর্জেন্টিনায় আজব এই ঘটনা ঘটেছে। বুয়েন্স আয়ার্সের হাইওয়েতে এমন দৃশ্যধারণ করেন ওই ব্যক্তি। ভিডিও ধারণের সময় রীতিমতো ভয় পেয়েছিলেন ওই ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে আতঙ্কিত সুরে বলতে শোনা গেছে, এটা ক্রমেই বড় হচ্ছিল। এমনটা আমি এর আগে কখনো দেখিনি। ব্যাপারটাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না পরজীবী বিশেষজ্ঞরা।
জুয়ান জোস গার্সিয়া নামের এক বিশেষজ্ঞের দাবি, বুয়েন্স আয়ার্সে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে বহু জায়গায় পানি জমে গেছে। এর ফলে ইচ্ছেমতো ডিম পেড়েছে মশার দল। আর তাই রাতারাতি প্রচুর পরিমাণে মশার জন্ম হয়েছে। এ কারণেই মশার ঝাঁক টর্নেডোর সৃষ্টি করেছে।
গার্সিয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই মশার বাহিনী চাইলে শহরও ধ্বংস করে দিতে পারে। যারা মাঠেঘাটে কৃষিকাজ করেন তাদের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ