বন্যায় হবিগঞ্জে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশিত: ০৯:৩৯ ২০ জুন ২০২২

হবিগঞ্জে ভয়াবহ বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত। ছবি: ডেইলি বাংলাদেশ
বন্যার কারণে হবিগঞ্জের ৩ উপজেলায় প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাই বেশি।
শিক্ষা বিভাগ থেকে জানা গেছে, এরই মধ্যে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বাকিগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করায় সেগুলোর পাঠদান বন্ধ রয়েছে।
জেলা সহকারী প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা বলেন, নবীগঞ্জ উপজেলায় ১৮টি, আজমিরীগঞ্জে ২২টি ও বানিয়াচং উপজেলায় ৩৫টিসহ মোট ৭৫টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ৫২টিকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, মাধ্যমিকের প্রায় ১৫টি প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করায় সেগুলোতে পাঠদান হচ্ছে না। তবে কতটি মাধ্যমিক বিদ্যালয়ে প্লাবিত হয়েছে তার হিসেব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নেই।
রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, গতরাত থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জের বন্যা কবলিত উপজেলাগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় পানি বাড়েনি। তবে কম করে হলেও পানি বেড়েই চলেছে।
ডেইলি বাংলাদেশ/এমকে