বিয়ের প্রলোভনে নিজ ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশিত: ১৬:২৭ ১৩ মে ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় তরুণীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি মামুনুর রশিদ সরদারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মামুনুর রশিদ সরদার উপজেলার চকচোয়ার (দহপাড়া) গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, র্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিুকর ইসলামের নেতৃত্বে ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেরিঘাটে অবস্থানরত ধর্ষণ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ সরদারকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২৪ মার্চ রাতে ঘরে ঢুকে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মামুনুর রশিদ। পরবর্তীতে বিয়ে না করে বিভিন্নভাবে টালবাহানা করেন। ভিকটিম বাধ্য হয়ে মান্দা থানায় গত ২০ এপ্রিল মামলা দায়ের করেন। মামলার পর থেকে মামুনুর রশিদ সরদার পলাতক ছিলেন। গ্রেফতার মামুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র্যাব। গ্রেফতারের পর তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি মামুনুর রশিদ সরদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম