উড্ডয়নের সময় যাত্রীবাহী বিমানে আগুন
প্রকাশিত: ০৯:৪০ ১২ মে ২০২২ আপডেট: ১০:০০ ১২ মে ২০২২

ছবি: সংগৃহীত
চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেনে আগুন ধরার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় প্লেনটিতে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।
বিমান সংস্থা বলছে, বিমানে ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন। বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাংশের চগিং শহর থেকে তিব্বতের নাংচি যাওয়ার সময় সমস্যাটি ধরা পড়ে। তখনই ফ্লাইট বাতিল করা হয়। রানওয়েতে বিমানকে অভারটার্ন করায় মূলত ঘটনাটি ঘটে।
চায়নার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, লাগা আগুন বিমান থেকে যাত্রীরা দ্রুত বের হচ্ছেন।
তিব্বত এয়ালাইন্স বলছে, সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরানো হয়েছে। তবে কিছু যাত্রীরা হালকাভাবে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ