ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশিত: ১৩:০৬ ২৮ এপ্রিল ২০২২

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ছবি: ডেইলি বাংলাদেশ
‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফিতা কেকে ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। পরে র্যালিটি সেখান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাফিজুল ইসলাম, স্পেশাল জজ আদালতের বিচারক শাহাদত হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমকে