খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
খুলনা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৪১ ২৫ এপ্রিল ২০২২

রূপসা থানা, খুলনা
খুলনার রূপসায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার ঐ উপজেলার আলাইপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত যুথী পাল পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
রূপসা থানার ওসি মোশাররফ হোসেন জানান, যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ঐ কলেজছাত্রীর মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এআর