কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত নারী, ঘটনাস্থলেই মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:১৭ ১৭ এপ্রিল ২০২২

কুকুরের আক্রমণ-প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে রহিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমার বাড়ি উপজেলার ধরমন্ডল গ্রামে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, রহিমা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। সকালে আতোকুড়া গ্রামে গেলে রাস্তায় কয়েকটি পাগলা কুকুর তাকে ধাওয়া করে। এ সময় কুকুরগুলো তাকে কামড়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ