তেলসহ নিত্যপণ্যের আমদানি ভ্যাট কমাতে নির্দেশ মন্ত্রিসভার
প্রকাশিত: ১২:৫৭ ১৪ মার্চ ২০২২ আপডেট: ১৭:২৬ ১৪ মার্চ ২০২২

ফাইল ফটো
তেলসহ নিত্যপণ্যের আমদানি ভ্যাট কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আরো পড়ুন>>> ২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তাপর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আজকে এ বিষয়ে বিধি-বিধান (এসআরও) জারি করা হবে।
তবে তেলসহ বিভিন্ন নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রিসভা বলেছে বলেও জানান তিনি।
কোন কোন পণ্য আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, যেটার ক্রাইসিসে থাকবে, সেটার ভ্যাট কম পর্যায়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভ্যাট একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসাব থাকবে না।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এমআরকে