সম্পত্তির লোভে মাকে ভাড়াটে খুনি দিয়ে গলা কেটে হত্যা করলেন মেয়ে
গাজীপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:০৩ ৪ মার্চ ২০২২

মাকে হত্যার অভিযোগে ভাড়াটে খুনিসহ গ্রেফতারকৃত মেয়ে
গাজীপুরে এক নারী হত্যার রহস্য উন্মোচন করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। সম্পত্তির লোভে নিজের মেয়েই ঐ নারীকে হত্যা করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় দুজনকে গ্রেফতারে পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার সকালে বিস্তারিত ঘটনা তুলে ধরেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন—শেফালী ও সোহেল রানা। তাদের দেওয়া জবানবন্দির বরাতে আজমীর হোসেন জানান, ওয়াজে নেওয়ার কথা বলে গভীর জঙ্গলে ভাড়াটে খুনি দিয়ে মা মিনারাকে গলাকেটে হত্যা করেন শেফালী।
আজমীর হোসেন বলেন, হত্যার শিকার মিনারার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে মান্নানের টেকের ঝোপে এক নারীর গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত মিনারা শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবু তাহেরের স্ত্রী। প্রধান আসামি শেফালী মিনারা বেগমের দ্বিতীয় মেয়ে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ