আড়াল ভেঙে প্রকাশ্যে পপি, দিলেন বার্তা
বিনোদন প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৫৯ ২৬ জানুয়ারি ২০২২

সাদিকা পারভীন পপি
গেল প্রায় এক বছর ধরে নিখোঁজ ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। নায়িকার নিখোঁজ হওয়ার ব্যাপারে অনেক গুজবই ডানা মেলে চলচ্চিত্র পাড়ায়। এমনও গুজব রটে মা হতে যাচ্ছেন তিনি। তবে কেউ জানতো না তার অবস্থান।
অবশেষে আড়াল ভেঙে ফিরলেন এই অভিনেত্রী। দেখা দিলেন এক ভিডিও বার্তায়।
এ ভিডিওতে তিনি জানান, শিল্পী সমিতির বিদায়ী কমিটির নেতৃত্ব কর্তৃক একাধিকবার অপমানিত হয়েছেন। এ কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে কাঁদতে দেখা যায় তাকে।
তিনি বলেন, আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেরা অভিনেত্রী হিসেবে। সেই আমাকেও শিল্পী সমিতির একটা লোকের নানা খারাপ কাজে সমর্থন না দেয়ায় সদস্যপদ বাতিল করার চিঠি দেয়া হয়। আমার মতো একজন শিল্পীর জন্য এটা অনেক বড় অপমান।'
এসময় শিল্পী সমিতিকে নোংরা ব্যক্তিদের হাত থেকে উদ্ধার করার আহবান জানিয়ে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য ভোট চান পপি।
ডেইলি বাংলাদেশ/টিএএস