স্ত্রীর সঙ্গে ঝগড়া, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা যুবকের
প্রকাশিত: ১৬:৩০ ২০ জানুয়ারি ২০২২

ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও থানার বাগিচা এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মো. ইয়াসিন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১ টায় অচেতন অবস্থায় ঐ যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিনের শ্যালিকা স্বর্না বলেন, আমার দুলাভাই একটি গ্যারেজে কাজ করেন। বোন ও দুলাভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তারা খিলগাঁও এলাকার বাগিচার ৩৪ নম্বর বাসায় ভাড়া থাকেন।
আরো পড়ুন: ভাইয়ের হাতে ভাই খুন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক যুবক অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্যালিকা আমাদের জানায় পারিবারিক কলহের জেরে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএডি