অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
প্রকাশিত: ১৪:১৩ ২০ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
২১ ঘন্টা ধরে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে কাজল দাস নামের এক শিক্ষার্থীকে। তিনি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের শিক্ষার্থী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরো পড়ুন: রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৯
ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। গতকাল থেকেই আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। ভিসির পদত্যাগ না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানান তারা।
এছাড়া গতকাল বুধবার রাতে আন্দোলনরত আরো দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করানো হয়।
আরো পড়ুন: ‘জাহাঙ্গীরনগরের মেয়েদের সহজে বউ হিসেবে চায় না, সারা রাত এরা ঘুরাফিরা করে’
এদিকে আজ সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা বলেন, পুলিশী হামলায় প্রত্যক্ষ মদদদাতা ভিসির পদত্যাগ চাই। অনশনরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে সমস্ত দায়ভার ভিসিকেই নিতে হবে। অবিলম্বে ভিসি পদত্যাগ করলে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো।
আরো পড়ুন: মাদকের থাবায় অনিশ্চিত ইবি শিক্ষার্থীর স্বপ্ন
এদিকে দুপুর ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আসেন আলোচনার মাধ্যমে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান নিয়ে। শিক্ষকদের প্রতিনিধি দলের তদন্তমূলক আলোচনা অগ্রাহ্য করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা পোষণ না করলে কোনো ধরনের আলোচনায় আমরা যাচ্ছি না। আমাদের সাথে একাত্মতা পোষণ করে ভিসির দ্রুত পদত্যাগ করার আহ্বান জানাই।
ডেইলি বাংলাদেশ/জেডএম