অল্পের জন্য রক্ষা পেল হাজারো ট্রেনযাত্রী
প্রকাশিত: ২১:৫২ ১২ জানুয়ারি ২০২২ আপডেট: ২১:৫৮ ১২ জানুয়ারি ২০২২

অল্পের জন্য রক্ষা পেল হাজারো ট্রেনযাত্রী ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চালকের দক্ষতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কসবা উপজেলার ইমামবাড়ি এলাকায় লেভেল ক্রসিং এ রেললাইনের ওপর নষ্ট হয়ে পড়ে থাকা ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে অল্পের জন্যে সংঘর্ষ থেকে রক্ষা পায় ট্রেনটি।
স্থানীয়রা জানান, জেলার কসবা ইমামবাড়ি সেকশনে একটি অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ইট বোঝাই ট্রাক্টর নষ্ট হয়ে রেললাইনের ক্রসিংয়ে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার) এসএম আবুল হাশেম ও সহকারী চালক চন্দ্র শেখর দেববর্মন দূর থেকে দেখতে পান রেল লাইনের ওপর একটি ইট বোঝাই ট্রাক্টর আটকে আছে। মুহূর্তেই চালকেরা দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনেন। এতে সু-রক্ষার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, ট্রেনের চালকের দক্ষতার কারণে অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
ডেইলি বাংলাদেশ/এমকে