ভাসানচরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
প্রকাশিত: ১৯:৪৫ ১০ জানুয়ারি ২০২২ আপডেট: ১৬:২২ ১১ জানুয়ারি ২০২২

ইয়াবাসহ আটককৃত মা ও ছেলে
নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন জামাল উদ্দিনের স্ত্রী খতিজা খাতুন ও তার ছেলে সৈয়দ নূর।
রোববার দিবাগত রাত ১২টার দিকে ২৩ নম্বর ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে রাতে আশ্রয়নের ২৩ নম্বর ক্লাস্টারে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) সিভিল টিম। এ সময় খতিজার ঘর থেকে ২৫০টি ইয়াবাসহ তাকে এবং তার ছেলেকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সর্বশেষ গত ৫ জানুয়ারি নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে আরো ৭০৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নেওয়া হয়। এ নিয়ে মোট ১৯ হাজার ৮৪৮ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচর নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/এমএস