মানিকগঞ্জে শপথ নিলেন ১০ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান
প্রকাশিত: ২১:৩৭ ৮ জানুয়ারি ২০২২

মানিকগঞ্জে শপথ নিলেন ১০ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, মাদক, বাল্যবিয়ে রোধে আপনাদের ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা অন্যতম। এছাড়া শিক্ষা সংস্কৃতি ও স্বাস্থ্য নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ