মা হওয়ার গুঞ্জন, মাহি বললেন- আলহামদুলিল্লাহ
প্রকাশিত: ১৩:৩৭ ৫ জানুয়ারি ২০২২

মাহিয়া মাহি এবং রাকিব সরকার
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। সোমবার দেওয়া সেই পোস্টটিতে মাহি লিখেন, এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। কিন্তু এর একদিন আগেই মাহি আবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন- আলহামদুলিল্লাহ।
তবে মাহির পরে করা সেই পোস্টটি দেখে অনেকেই ধারনা করেছিলেন, মা হতে চলেছেন ঢাকাইয়া ছবির এই নায়িকা। কিন্তু মাহি জানালেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সঠিক নয়।
ঘটনা প্রসঙ্গে মাহি বলেন, গুঞ্জনটি সত্য নয়। মূলত আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে শরীরে। বর্তমানে আমি ভালো আছি। হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আশা করছি, শীঘ্রই আবার শুটিং-এ ফিরবো।
নতুন বছরের শুরুতে মাহি ফেসবুকে ছবি পোস্ট করেন। আর তার ক্যাপশনে তিনি জুড়ে দেন- এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।
তার এই এমন পোস্ট এবং কয়েকদিন পরের করা পোস্ট দেখে তার অনুরাগীরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পরে যান। অবশেষে তাদের সেই দ্বিধাদ্বন্দ্বটি দূর করলেন মাহি।
গত বছরের নভেম্বরে মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।
ডেইলি বাংলাদেশ/টিএএস