পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা ছুরিকাহত
প্রকাশিত: ১২:৪৯ ২৯ ডিসেম্বর ২০২১ আপডেট: ২০:১১ ২৯ ডিসেম্বর ২০২১

পাবনায় কেন্দ্রীয় নেতাদের সামনেই জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে জেলা যুবদলের এক নেতা ছুরিকাহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। আহত মনির হোসেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, সমাবেশ শেষে সেখানে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন্দলের জেরে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় নেতাদের সামনে ছুরিকাঘাত করা হয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে। ঐ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ছুটাছুটি শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, ওবায়দুল রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম রাব্বানী, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব ছিদ্দিকুর রহমান প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন