অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪
প্রকাশিত: ১৪:১৪ ১৯ ডিসেম্বর ২০২১

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি এয়াক্র্যাফট বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্ব দিকে সকাল ৯টার দিকে ছোট প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, ৬৯ বছর বয়সী পাইলট তিন যাত্রীকে আনন্দ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্লেন নিয়ে বের হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ব্রিসবেনের উত্তর-পূর্বে একটি জলাভূমি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।
পুলিশ এখনো অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ