তিন ঘণ্টায় শত মাইল উড়ে বগুড়ার বিজয় দিবসের বেলুন ময়মনসিংহে
ময়মনসিংহ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:১০ ১৬ ডিসেম্বর ২০২১

রঙ-বেরঙের বেলুন হাতে শিশু হাসান
আকাশে উড়ছিল লাল, হলুদ, সাদা, বেগুনি, গোলাপি, কমলা রঙের কিছু বেলুন। দেখে মনে হচ্ছিল দূরের আকাশ থেকে ধীরে ধীরে নিচে নামছে বেলুনগুলো। শত শত মানুষ সেই বেলুন দেখতে ভিড় করে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে ময়মনসংহের ফুলপুরে।
ফুলপুরের ইমাদপুরে একটি বাড়ির উঠানে এসে পড়লে হাসান নামে এক শিশু বেলুনগুলো ধরে ফেলে। বেলুনে লেখা- ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২১, শুভ উদ্বোধন, জেলা প্রশাসন বগুড়া।
মহান বিজয় দিবস উপলক্ষে সকালে বেলুনগুলো ওড়ানো হয়েছিল শত মাইল দূরের জেলা বগুড়ায়। সেখান থেকে তিন ঘণ্টা উড়ে ফুলপুরে আসে রঙ-বেরঙের এসব বেলুন।
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় বেলুন ওড়ানো হয়।
ডেইলি বাংলাদেশ/এআর