লোহার বাঁধেও কাজ হবে না, বালু উত্তোলন বন্ধ না হলে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশিত: ১৯:০৪ ১ নভেম্বর ২০২১ আপডেট: ১৯:১৪ ২ নভেম্বর ২০২১

জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টে বাঁধের ভাঙন অংশ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যতই আমরা প্রকল্প করি না কেন, যদি বালু উত্তোলন বন্ধ করতে না পারি তাহলে লোহার বাঁধেও কাজ হবে না। সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টে বাঁধের ভাঙা অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি হোসনে আরা, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলাসহ আরো অনেকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয়, এক বছর ফিজিবিলিটি স্টাডি করতে হয়।
৯০ কোটি টাকা ব্যয়ে যমুনার ভাঙন রোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টে আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়। ২০২০ সালের জুন মাসে বাঁধটির কাজ শেষ হয়। গত বৃহস্পতিবার সকালে ৯০ মিটার বাঁধ ধসে যায়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/এইচএন