দুই নৌকার সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী
প্রকাশিত: ০১:০৯ ২৩ জুলাই ২০২১

পিকনিকের নৌকাটি আরেকটি নৌকার মাঝ বরাবর তুলে দেয়
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যায় নদীতে দুই নৌকার সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অর্ধশতাধিক যাত্রী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহত বা কেউ নিখোঁজ হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা বরমী ঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটিতে ৩০-৪০ জন কিশোর ও যুবকের পিকনিকের আয়োজন চলছিল। একই সময় অপর একটি নৌকা সিংহশ্রী ঘাট থেকে নদীর অন্য পাড় বরামা ঘাটে আসছিল। মাঝ নদীতে এলে পিকনিকের নৌকাটি ওই নৌকার মাঝ বরাবর তুলে দেয়। এতে পিকনিকের নৌকায় থাকা কিশোররা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘাট থেকে অন্য নৌকা এসে তাদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর