ইভ্যালির ধানমন্ডি অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০১:২৬ ১৬ জুলাই ২০২১

ইভ্যালির গাড়ি। ছবি: সংগৃহীত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাজধানীর ধানমন্ডির প্রধান কার্যালয় ঘেরাও করেছেন ক্রেতারা। অর্ডার দেওয়া পণ্য বুঝে না পেয়ে বুধবার সকালে সেখানে উপস্থিত হন অর্ধশতাধিক ক্রেতা।
কার্যালয় বন্ধ এবং সেখানে ইভ্যালির কোনো কর্মকর্তা না থাকায় ক্রেতারা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ ক্রেতাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
বিক্ষুব্ধ এক ক্রেতা জানান, দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্য না পেয়ে তারা ইভ্যালির কার্যালয়ে হাজির হন। কিন্তু কার্যালয় বন্ধ এবং সেখানে ইভ্যালির কাউকে পাননি।
ওই সময় কয়েকজন ক্রেতার সঙ্গে ওই কার্যালয়ের গার্ডদের উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলেও জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/এআর