নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ
প্রকাশিত: ১৬:৫৫ ২৯ অক্টোবর ২০২০

পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের চারদিন পর খোকন মিয়া নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার সাতপোয়া ইউপির চর জামিরা বাজারের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত খোকন মিয়া একই উপজেলার চর জামিরা গ্রামের রুস্তম আলীর ছেলে।
পারিবার জানায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মৃগিরোগে ভুগছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে চর জামিরা বাজারে যান তিনি। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বুধবার সরিষাবাড়ী থানায় জিডি করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাজারের পাশের পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের পরিবারের উপস্থিতিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, অর্ধগলিত অবস্থায় ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এআর