টিকটক ভিডিও তৈরিতে নাচছিলেন মা, মোবাইল নিয়ে শিশুর দৌড়
সোশ্যাল মিডিয়া ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:২০ ২৩ অক্টোবর ২০২০ আপডেট: ১৩:২৩ ২৩ অক্টোবর ২০২০

টিকটক ভিডিও তৈরিতে নাচছিলেন মা, মোবাইল নিয়ে শিশুর দৌড়
প্রযুক্তির এ যুগে জন্ম নেয়া বাচ্চাদের অস্বাভাবিক মোবাইল আসক্তি স্বাভাবিক হয়ে পড়েছে। সুযোগ পেলেই পরিবারের কারো মোবাইল নিয়ে দৌড় দেয়াতে তাদের জুড়ি নেই। গেম খেলা, ছবি ও ভিডিও করাতেও তারা পটু। এবার হিজাব পরে মাসহ দুই নারী নেচে টিকটক ভিডিও তৈরি করছিলেন, তখনই মায়ের মোবাইল নিয়ে দৌড় দিয়েছে এক মেয়ে শিশু। আর এ মুহূর্তের ভিডিও ইউটিউবে আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে।
পানডা ইন্জ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, টিকটক ভিডিও তৈরির জন্য মোবাইলে ভিডিও অপশন চালু করে নাচতে শুরু করেছেন দুই নারী।
ওই সময় এক শিশু মোবাইলটির সামনে আসে। একটি হাসি দিয়ে মোবাইলটি নিয়ে জিহবা বের করে পালাতে থাকে সে। তার পেছনে ওই দুই নারীও ছুটতে থাকেন।
নেটিজেনরা মনে করছেন, মোবাইলটি বাগে পেয়ে বেশ খুশি হয়েছিল শিশুটি। তার পালিয়ে যাওয়া মুহূর্ত বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। এমনকি তার মায়ের নাচের তুলনায় এ ভিডিওটি বেশি আনন্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন তারা।
ভিডিওটি দেখুন-
ডেইলি বাংলাদেশ/এমকেএ