সাতক্ষীরায় ফোর মার্ডার: রায়হানুল ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত: ১৫:২০ ১৮ অক্টোবর ২০২০ আপডেট: ১৫:২৪ ১৮ অক্টোবর ২০২০

রায়হানুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
সাতক্ষীরার কলারোয়ায় আলোচিত ফোর মার্ডার মামলায় আটক রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর তরিকুল ইসলামের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সাতক্ষীরা আমলী আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক ইয়াছমিন নাহার রোববার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের আপন ভাই রায়হানুলকে গত শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। ওই আবেদনের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে ফোর মার্ডারের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কলারোয়া থানায় মামলা করেন নিহত শাহিনুরের শাশুড়ি কলারোয়ার ওফাপুর গ্রামের রাশেদ গাজির স্ত্রী ময়না বেগম। মামলায় তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করেন।
ডেইলি বাংলাদেশ/আরএম