নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ভারতে পালাতে গিয়ে আসামি সুমন গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৪৪ ৮ অক্টোবর ২০২০ আপডেট: ১৫:৪৫ ৮ অক্টোবর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কালেঙ্গা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শামসুদ্দিন সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরের নিয়ামত উল্লাহর ছেলে।
পিবিআই হবিগঞ্জের পরিদর্শক মুক্তাদির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী কালেঙ্গা ত্রিপুরা বস্তিতে অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ মামলার আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, সুমন চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন। এ কারণে কালেঙ্গা বস্তিতে আত্মগোপন করেছিলেন তিনি। সুমনকে নোয়াখালী পিবিআই-এ হস্তান্তরের জন্য নেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এআর