নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:২৬ ৭ অক্টোবর ২০২০

ছবি: সংগৃহীত
নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। মানিকগঞ্জের হরিরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাজধানীতে সিআইডির মিডিয়া সেলের ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার হওয়া শরিফুল নিজেকে পীর বলে দাবি করতেন।
দুই বছর আগে সন্ন্যাসীর বেশ ধারণ করলে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। কিন্তু গেল কোরবানির ঈদে ১৬ বছরের মেয়েকে কৌশলে নিজ বাড়ি নাটোরের বড়াইগ্রামে নিয়ে আসে শরিফুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে নিয়মিত ধর্ষণ করে সে। পরে মেয়েটির নানীর সহায়তায় তাকে উদ্ধার করে নারী নির্যাতন আইনে মামলা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি।
ডেইলি বাংলাদেশ/এমআরকে