মিরপুরে একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ
প্রকাশিত: ১৭:১৪ ২১ মার্চ ২০২০ আপডেট: ১৯:০৩ ২১ মার্চ ২০২০

মিরপুরে উত্তর টোলারবাগের লকডাউন করা ভবন
রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ভবনটিসহ এর আশপাশের এলাকায় চলাচলও সীমিত করা হয়েছে।
শনিবার বিকেল পৌন ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বলেন, মিরপুরের উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার ওই ভবনের একটি পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারেন।
সোহাগ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল রাতে উত্তর টোলারবাগের ওই বাসার একজনের মৃত্যুর খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে বাসাটি ঘিরে রেখেছে।
সূত্র জানায়, ভবনটিতে করোনাভাইরাস পজেটিভ একজন ব্যক্তি ছিলেন। ফলে ওই ব্যক্তির পরিবারসহ ভবনটির বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। এছাড়া ওই ভবনে সদ্য কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন বলে জানা গেছে।
ডেইলি বাংলাদেশ/এএএম/এমআরকে/এসএএম/এস